• ২১ মে, ২০২৫

অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

১৮ নারী ফুটবলারের বিদ্রোহের পর অবশেষে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন তারা। তবে, আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে অংশ নেবেন না সাবিনা খাতুন ও ঋতুপর্ণারা।

ঢাকা : অবশেষে শেষ হলো কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ১৮ নারী ফুটবলারের বিদ্রোহ। কোচ বাটলার থাকলে অনুশীলনে না যাওয়ার ঘোষণা দেওয়া ফুটবলাররা তাদের অবস্থান থেকে সরে এসে বাটলারের অধীনে আবারও অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার। 

 

আজ বাফুফে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহফুজা আক্তার বলেন, "আমি নিয়মিত মেয়েদের সঙ্গে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকের বৈঠকে তারা অনুশীলনে ফিরবে বলে জানিয়েছেন।" 

 

তবে সাবিনা খাতুন এবং ঋতুপর্ণারা এখনই অনুশীলনে ফিরবেন না। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরেও তারা থাকবেন না। মাহফুজা আক্তার আরও জানান, বিদ্রোহী ফুটবলাররা এখন কিছুদিন ছুটি কাটিয়ে ফিরবেন এবং তারপর আবার অনুশীলন শুরু করবেন। "ক্যাম্প ২৪ ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাবে এবং সেদিন টিম আরব আমিরাতে যাবে। তবে ওই সময় সিনিয়র ফুটবলাররা (১৮ বিদ্রোহী) একটি বিরতি নিতে চাচ্ছে। এরপর তারা ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবেন," বলেন মাহফুজা।

 

এর আগে বাফুফে নারী বিভাগের প্রধান আজ দুপুরে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় এবং ফুটবলাররা নিজেদের আলটিমেটাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন। 

 

তবে এখনো ১৮ ফুটবলারের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে। মাহফুজা জানান, "নারী উইং, বাফুফে সভাপতি, সিনিয়র সহসভাপতি, কোচ এবং ফুটবলাররা একসঙ্গে বসে ভুল বোঝাবুঝি মেটাবেন। সবার মধ্যে একতা বজায় রাখতে হবে, কারণ পরবর্তীতে একসঙ্গে অনুশীলন করতে হবে।"

 

১৮ ফুটবলারের বিদ্রোহটি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল। গত ৩০ জানুয়ারি বাফুফে ভবনের সামনে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তিন পৃষ্ঠার লিখিত অভিযোগ তুলে ধরেন সাবিনা, এবং তিনি বলেন, "বাটলারের অধীনে খেলতে রাজি নই, যদি তিনি কোচ থাকেন, আমরা সবাই একযোগে অবসর নেব।" 

 

এরপর বাফুফে তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হয়। এরপর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও এসব ফুটবলারদের অনুশীলনে ফিরতে আহ্বান জানান। বেশ কয়েক দফা বৈঠক হলেও ফুটবলাররা সিদ্ধান্ত বদলাতে রাজি ছিলেন না, তবে আজ তারা সিদ্ধান্ত পরিবর্তন করলেন। 

 

এদিকে, ২৬ ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ এবং ২ মার্চ একই দলের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা, মনিকা এবং বিদ্রোহী ফুটবলারদের কেউই এই ম্যাচের স্কোয়াডে থাকছেন না।

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.