• ২০ মে, ২০২৫

ডিপিএলের দুই ম্যাচে নিষিদ্ধ সাকিব

ডিপিএলের দুই ম্যাচে নিষিদ্ধ সাকিব

বিপিএলে আগ্রাসী আচরণের জন্য শাস্তি পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি, যার কারণে ডিপিএলে তার খেলতে বাধা এসেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার কোনো নিষেধাজ্ঞা নেই।

বিপিএলে আগ্রাসী আচরণের জন্য শাস্তি পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। চারটি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে তাকে। বিপিএলে তার দল সিলেট স্ট্রাইকার্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। ফলে ডিপিএলে তিনি যে দলের হয়েই খেলুক না কেনো, দুই ম্যাচ খেলা হচ্ছে না তার। সেটা শুধু কার্যকর হচ্ছে ঘরোয়া ক্রিকেটেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে তার কোনো বাধা থাকছে না। 

সাকিবের ঘটনাটি সিলেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে। সেই ম্যাচে তৃতীয় ওভারে গ্রাহাম ক্লার্ককে ফিরিয়েছিলেন সাকিব। এরপর এই ব্যাটারকে উদ্দেশ্য করে কিছু বলতে শোনা যায় এই পেসারকে। বিষয়টি নজর এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের। ম্যাচ শেষে তারা সাকিবের নামে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন। এরপর ম্যাচ রেফারি এহসানুল হক সেজান একটি ডিমেরিট পয়েন্ট দেন সাকিবকে। 

এর আগে গত ১২ জানুয়ারি খুলনা টাইগার্সের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব। 

 

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.