• ২১ আগস্ট, ২০২৫

বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের স্লটওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময়

বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের স্লটওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময়

কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের স্লটওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময় সভায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। ডিসেম্বরের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন করে নতুন বোর্ড গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঢাকা : কক্সবাজার হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ এর স্লটওনারদের এক মত বিনিময় সভা শনিবার ঢাকার গুলশানস্থ জারা কনভেনশন সেন্টারে অনুষ্টিত হয়েছে। এসোসিয়েশন সভাপতি মোঃ ইব্রাহিম চেয়ারম্যানের সভাপতিত্ব উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন হোটেল পরিচালনা পরিষদ এবং জিএইচএল এর চেয়ারম্যান প্রকৌশলী প্রফেসর ডক্টর ফখরুল ইসলাম। তিনি তার বক্তব্যে হোটেলকে লাভবান করার স্বার্থে সকল স্লটওনারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে সকল স্লটওনারগনের অংশগ্রহণে একটি সচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা বোর্ড গঠন করে হোটেলকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। 

উক্ত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিএইচএল বোর্ড পরিচালক লেঃ জেনারেল (অবঃ) এ টি এম জহিরুল আলম, বেস্ট ওয়েস্টার্ন প্রতিনিধি হোটেল এগ কিংশুক চক্রবর্তী, স্লটওনার কর্নেল (অবঃ)মোশারফ হোসেন, সাবেক ইউএন অফিসিয়ালস এ কে মাসুদ আহমেদ, আশা ফাউন্ডেশন বাংলাদেশ এক্সিকিউটর প্রেসিডেন্ট মোঃ ফাইজার রহমান, স্লটওনার মাহবুবুর রহমান, বশির আহামদ, হারুনর রশিদ, আনোয়ার হোসেন, সাংবাদিক জাবেদ মোস্তফা,আনিসুর রহমান, তাজবীর হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ। শ-হা -০৯-০৮-২০২৫fff.jpg

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.