• ২১ মে, ২০২৫

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত তরুণের মৃত্যু

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে  হামলায় আহত তরুণের মৃত্যু

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে হামলার ঘটনায় আহত আবুল কাশেম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৯ ফেব্রুয়ারি হামলার পর, এ ঘটনায় ১৭ শিক্ষার্থী আহত হন এবং মামলায় ১৩২ জন আসামি গ্রেপ্তার হয়েছে।

গাজীপুর: গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে হামলার ঘটনায় আহত আবুল কাশেম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

আবুল কাশেম গাজীপুর মহানগরের দক্ষিণ কলমেশ্বর এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাজি মো. জামাল হোসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার মুখপাত্র বশির আহমেদ জানান, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিহত আবুল কাশেমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং দ্বিতীয় জানাজা গাজীপুরের রাজবাড়ী মাঠে। তবে জানাজার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।" তিনি আরও জানান, এ মুহূর্তে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।

এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গত শুক্রবার রাতে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে গেলে, তাদের ওপরও হামলা হয়। এতে ১৭ শিক্ষার্থী আহত হন, যার মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত এক শিক্ষার্থীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

হামলার ঘটনায় ৯ ফেব্রুয়ারি দুপুরে একটি মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি হিসেবে আমজাদ মোল্লা নামক এক ব্যক্তি চিহ্নিত হয়েছেন, যিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ১৩২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
 

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.