• ০৫ জুলাই, ২০২৫

বিদায়ের বার্তা অমিতাভ বচ্চনের

বিদায়ের বার্তা অমিতাভ বচ্চনের

অমিতাভ বচ্চন তার এক্স হ্যান্ডেলে ‘টাইম টু গো’ পোস্ট করে ভক্তদের উদ্বেগে ফেলেছেন। ৮২ বছর বয়সেও বলিউডের তরুণদের সঙ্গে কাজ করে চলা এই মেগাস্টারের এই পোস্টের মানে কি? ভক্তরা জানতে চাইছেন, কি ঘটেছে?

ঢাকা : বয়স যেন তাঁর কাছে শুধুই একটি সংখ্যা। ৮২ বছর বয়সেও এখনও বলিউডের তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন। তার এই কাজের প্রতি নিষ্ঠা তাকে নবীন প্রজন্মের কাছে এক আদর্শ  অনুপ্রেরণা করে তুলেছে। 

 

তবে শনিবার ( ফেব্রুয়ারিঅমিতাভ তার এক্স (পূর্ববর্তী টুইটারহ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে তার ভক্তদের উদ্বিগ্ন করে তুলেছেন। ওই পোস্টে বিগবি শুধু তিনটি শব্দ লেখেন, “টাইম টু গো…”যার বাংলা অর্থ দাঁড়ায়, “বিদায় নেওয়ার সময় এসেছে এই পোস্টে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়। 

 

ভক্তদের মনে একটাই প্রশ্নতাহলে কি এবার অভিনয় থেকে অবসর নিতে চলেছেন বলিউডের শাহেনশাযদিও এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননিকিন্তু তার পোস্টের পর ভক্তরা নানা প্রশ্ন উত্থাপন করেছেন। কেউ প্রশ্ন করেছেন, "কী হয়েছে স্যার?", কেউ লিখেছেন, "এত তাড়াহুড়োর কী আছে স্যার?", আবার কেউ সরাসরি জানতে চেয়েছেন, "এই পোস্টের মানে কী?" 

 

অন্যদিকেকিছু ভক্তের আশঙ্কা, "বলিউডকে বিদায় জানাচ্ছেন না তো?" আবার কিছু ভক্ত ইতিবাচক ধারণা নিয়ে ধারণা করছেনহয়তো তিনিপরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন। 

 

২০২৩ সালের নভেম্বরেই 'কৌন বনেগা ক্রোড়পতিসিজন ১৬-এর সেটে তিনি তাইকোন্ডোর মারপ্যাঁচ দেখিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। 

 

অমিতাভ বচ্চন এমন একজন ব্যক্তিযিনি অস্ত্রোপচারঅসুস্থতাঝড়-ঝাপটাকিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। এই বয়সেও কর্মই তার ধর্ম। আজও তার মধ্যে চিরতরুণদের মতোই এনার্জি। সেটে ছুটে বেড়ান তরুণদের মতোই। এমন একজন মানুষ যখন 'বিদায় নেওয়ার' কথা বলছেনতখন ভক্তদের উদ্বেগ স্বাভাবিক।

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.