• ২১ আগস্ট, ২০২৫

সাউথইস্ট ব্যাংকের দুই পরিচালকের ১০ লাখ টাকা জরিমানা

সাউথইস্ট ব্যাংকের দুই পরিচালকের ১০ লাখ টাকা জরিমানা

নিষিদ্ধ সময়ে শেয়ার লেনদেনের কারণে সাউথইস্ট ব্যাংকের দুই পরিচালকের ১০ লাখ টাকা জরিমানা। বাতিল করা হয়েছে ড্যাফোডিল কম্পিউটারের ইকুইটি প্রস্তাব ও দুয়ার সার্ভিসেসের কিউআইও।

ঢাকা : নিষিদ্ধ সময়ে শেয়ার লেনদেনের অভিযোগে সাউথইস্ট ব্যাংকের দুই উদ্যোক্তা পরিচালককে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইও আবেদন প্রত্যাহার এবং ড্যাফোডিল কম্পিউটারের শেয়ার ইস্যু প্রস্তাব বাতিল করেছে কমিশন।

মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসির ৯৬৪তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন বুধবার কমিশনের মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ১ নভেম্বর থেকে ২০২১ সালের ৯ মে পর্যন্ত ‘প্রভিশন পিরিয়ডে’ শেয়ার লেনদেন নিষিদ্ধ থাকলেও ওই সময় সাউথইস্ট ব্যাংকের শেয়ার কেনাবেচা করেন ফারজানা আজিম ও তাঁর ভাই মামুন আজিম। ফলে পুঁজিবাজার আইন লঙ্ঘনের দায়ে উভয়কে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে দুয়ার সার্ভিসেস পিএলসি ২০২৪ সালের ১৭ ডিসেম্বর বিএসইসি থেকে কিউআইও সম্মতিপত্র পেয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি আবেদন প্রত্যাহার করায় কমিশন তাদের কিউআইও অনুমোদন বাতিল করে।

এ ছাড়া ড্যাফোডিল কম্পিউটার পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে ইকুইটিতে রূপান্তরের প্রস্তাব দেয়। তারা প্রতিটি ১০ টাকা মূল্যে ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াতে চেয়েছিল। তবে বিএসইসি সেই প্রস্তাব বাতিল করে দিয়েছে।

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.