• ০৫ জুলাই, ২০২৫

আশুলিয়ায় গ্যাস লিকেজের বিস্ফোরণে বোনের পর ভাইয়ের মৃত্যু

আশুলিয়ায় গ্যাস লিকেজের বিস্ফোরণে বোনের পর ভাইয়ের মৃত্যু

সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় বোনের পর ভাইয়ের মৃত্যু। মোট ১১ জন দগ্ধ হয়ে চিকিৎসাধীন, তাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সুমন ও শিউলি আক্তারের মৃত্যু হয়েছে।

ঢাকা : সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. সুমন (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। 

 

জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাতে সুমনের বোন শিউলি আক্তারও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত রাত সাড়ে ৩টার দিকে শিউলির মৃত্যুর খবর আসে। 

 

এ ঘটনায় হাসপাতালে ১১ জন দগ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। শাওন আরও জানান, সুমনের মৃত্যুর পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। এই দুর্ঘটনায় শারমিন (৪২%), সোয়ায়েদ (২৭%), মনির হোসেন (২০%), মাহাদী (১০%), ছামিন (১৪%), সোহেল (১০%), সুরাহা (৯%), সূর্য বানু (৭%) এবং জহুরা বেগম (৫%) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

 

গতকাল শনিবার সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এই ১১ জন দগ্ধ হন, পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.