• ২১ মে, ২০২৫

আমিরাতে ফের অবৈধ অভিবাসী অভিযানে আটক বাংলাদেশিরা

আমিরাতে ফের অবৈধ অভিবাসী অভিযানে আটক বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর ফের শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়। এ অভিযানে ৬ হাজারের বেশি ভিসা লঙ্ঘনকারী আটক হয়েছেন, এবং বাংলাদেশের নাগরিকরা তার মধ্যে উল্লেখযোগ্য। তবে, আমিরাত কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে, ভবিষ্যতে অবৈধ অভিবাসীরা জীবনব্যাপী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন।

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে সরকারঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পরআবারও শুরু হয়েছে অবৈধঅভিবাসীদের ধরপাকড়। অভিযানে আটকহয়েছেন অনেক বাংলাদেশিও।

৩১ ডিসেম্বর সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পরথেকে পর্যন্ত ৬হাজারেরও বেশি ভিসা লঙ্ঘনকারীকেগ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেকর্তৃপক্ষ ২৭০টি তল্লাশি অভিযান চালিয়েছে।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এর মহাপরিচালক মেজরজেনারেল সুহাইল সাঈদ আল খাইলিস্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ধরনের অভিযানঅব্যাহত থাকবে এবং জনগণকে ভিসালঙ্ঘন বিষয়টি গুরুতরভাবে নিতে সতর্ক করেছেন।

গত বছর সেপ্টেম্বরথেকে শুরু হওয়া সাধারণক্ষমার মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্তনির্ধারিত থাকলেও পরে তা দুইমাস বাড়ানো হয়। এই সময়সীমারমধ্যে অবৈধ অভিবাসীদের ভিসাঅ্যামনেস্টি গ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল, যার মাধ্যমে বিনাজরিমানা বা জেল-অবস্থাছাড়াই অবস্থান বৈধ করা কিংবাদেশে ফিরে যাওয়ার আহ্বানজানানো হয়েছিল।

তবে এবার মাত্র ৫০হাজার বাংলাদেশি তাদের অবস্থান বৈধ করেছেন। প্রায়সাড়ে পাঁচ হাজার বাংলাদেশিট্রাভেল পারমিট নিয়ে দেশে ফিরেগেছেন। স্থানীয় কর্তৃপক্ষের মতে, আমিরাতে তৃতীয়বৃহত্তম অভিবাসী জনগোষ্ঠী হলেও বাংলাদেশিদের মধ্যেঅবৈধ অবস্থানে থাকা লোকের হারবেশি।

ব্যাপারে আবুধাবি প্রবাসী কমিউনিটি নেতা ইফতেখার হোসেনবাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ ক্ষমার মেয়াদ দুই মাস বাড়ানোরপরও আমরা যারা জেনেশুনেসরকারের সুযোগকে অবজ্ঞা করেছি, তারা যে পরিণতিরসম্মুখীন হচ্ছি, এর জন্য কোনোদেশ দায়ী নয়। প্রতিটিদেশে বসবাসের সময়, সেই দেশেরআইন নিয়মের প্রতিশ্রদ্ধাশীল থাকা উচিত।

অমিরাত কর্তৃপক্ষ বিশেষ করে শ্রমঘন এলাকারনির্মাণ সাইট, শ্রমিক আবাসন এবং জনসমাগমস্থলে যৌথঅভিযান পরিচালনা করছে। এমনকি জেবল আলী, সোনাপুরএবং আল কুস এলাকায়অভিযান চলছে, পাশাপাশি নাইফ, নাখিল মুতিনা এলাকায়ওধরপাকড় চলছে।

প্রবাসীরা জানান, আটক হওয়া ব্যক্তিদেরমধ্যে অনেক বাংলাদেশি রয়েছেন।তাছাড়া, অবৈধ অভিবাসীদের কর্মসংস্থানকরলে সংশ্লিষ্ট কোম্পানি বা ব্যক্তির বিরুদ্ধেবড় অঙ্কের অর্থদণ্ড আরোপ করা হবে।

আবুধাবি প্রবাসী ব্যাংক কর্মকর্তা মশিউর রহমান বলেন, “অনেক বাংলাদেশি সাধারণক্ষমার সুযোগ না নিয়ে ভুলকরেছেন, এবং এখন তাদেরধরপাকড়ের শিকার হলে ভবিষ্যতে কঠিনপরিণতির মুখোমুখি হতে হবে। অবৈধঅবস্থায় ধরা পড়লে আমিরাতেপ্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.