Loading...

  • ০৫ অক্টোবর, ২০২৫

এইচএসসির স্থগিত পরীক্ষা আলাদা দিনে

এইচএসসির স্থগিত পরীক্ষা আলাদা দিনে

যুদ্ধবিমান দুর্ঘটনায় স্থগিত হওয়া এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একদিনে না নিয়ে নতুন রুটিন অনুযায়ী ১৭ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

ঢাকা : শেষ পর্যন্ত একদিনে দুটি পরীক্ষা না নিয়ে আলাদা দিনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আন্তশিক্ষা বোর্ড। বুধবার (২৩ জুলাই) বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৯ আগস্ট।

এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছিলেন, দুটি পরীক্ষাই একই দিনে সকাল ও বিকেলে নেওয়ার চিন্তাভাবনা চলছে। তবে দিনটি নির্দিষ্ট করেননি।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছিল শিক্ষা বোর্ড।

এদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। আর ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।