Loading...

  • ২০ আগস্ট, ২০২৫

জাপার বিভক্ত নেতৃত্বে নতুন শীর্ষ কমিটি

জাপার বিভক্ত নেতৃত্বে নতুন শীর্ষ কমিটি

জাতীয় পার্টির (জাপা) একাংশের নতুন নেতৃত্বে চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার এবং সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক অঙ্গনে এই পরিবর্তন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।

ঢাকা : জাতীয় পার্টির (জাপা) একাংশের নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। দলের দশম জাতীয় কাউন্সিলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান, এ বি এম রুহুল আমীন হাওলাদার মহাসচিব এবং কাজী ফিরোজ রশীদ সিনিয়র কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত কাউন্সিলে এ নেতৃত্ব নির্ধারিত হয়। নির্বাহী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. মুজিবুল হক চুন্নু।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে দলীয় নির্বাচন কমিশনের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির নির্বাচিতদের নাম ঘোষণা করেন। কমিশনের অন্যান্য সদস্য ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ ও মো. আরিফুর রহমান খান।
জাপার ভেতরে দীর্ঘদিন ধরেই নেতৃত্বসংক্রান্ত মতবিরোধ চলে আসছিল। রওশন এরশাদ ও জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশগুলোর মধ্যকার দ্বন্দ্ব দলের সাংগঠনিক শক্তিকে বিভক্ত করেছে। এবার আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন এ নতুন কমিটি মূলত একটি ‘পুনর্গঠন প্রচেষ্টা’ হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই নেতৃত্বের স্বীকৃতি ও কার্যকারিতা নির্ভর করবে তারা কতটা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেন এবং কতটা সক্রিয়ভাবে মাঠে কাজ করতে পারেন তার ওপর।

রাজনৈতিক অঙ্গনে এ পরিবর্তন জাতীয় নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ জাপা ঐতিহ্যগতভাবে ক্ষমতার ভারসাম্যে একটি প্রভাবশালী ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। বিশেষ করে ২০২৫ সালের নির্বাচনী সমীকরণে দলটির অবস্থান ক্ষমতাসীন ও বিরোধী দুই শিবিরের কাছেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।