Loading...

  • ২১ আগস্ট, ২০২৫

নিজে থেকে পদত্যাগ করবেন না শিক্ষা উপদেষ্টা

নিজে থেকে পদত্যাগ করবেন না শিক্ষা উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানান, নিজে থেকে পদত্যাগ করবেন না—তবে নিয়োগকর্তা বললে বিদায় নিতে প্রস্তুত। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা : যুদ্ধবিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থী হতাহতের ঘটনায় এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। পদত্যাগের দাবি উঠলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন—নিজে থেকে পদত্যাগ করার অভিপ্রায় তাঁর নেই। তবে নিয়োগকর্তা চাইলে সসম্মানে বিদায় নিতে প্রস্তুত তিনি।

২৩ জুলাই(বুধবার ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন।

শিক্ষা উপদেষ্টার বক্তব্য, ‘আমি মনে করি না, আমার কাজের কোথাও ব্যত্যয় হয়েছে। তাই পদত্যাগের কোনো ইচ্ছা নেই। তবে আমার তো নিয়োগকর্তা আছেন, তাঁরা যদি মনে করেন আমি ব্যর্থ হয়েছি, আমাকে যেতে বললে নিশ্চয়ই চলে যাব।’

প্রসঙ্গত, রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সোমবার প্রাণহানির ঘটনা ঘটে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন।

এ ঘটনায় শোক প্রকাশ করে সরকার মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। রাত পৌনে ৩টার দিকে ঘোষণাটি আসে—যাতে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষার পূর্ব মুহূর্তে এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সচিবালয়ের ভেতরে-বাইরে বিপুলসংখ্যক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়। তারা শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের পদত্যাগ দাবি করে। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় সরকার।

এই প্রেক্ষাপটে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সচিবকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত এসেছে উচ্চ পর্যায় থেকে। এতে আমার কোনো ভূমিকা নেই।’

তিনি আরও বলেন, ‘পদত্যাগ আমার নিজস্ব সিদ্ধান্ত না। যারা আমাকে দায়িত্ব দিয়েছেন, তাঁরা যদি মনে করেন আমার দায়িত্ব পালনে ত্রুটি আছে, তাহলে তাদের নির্দেশেই আমি সরে যাব।’