Loading...

  • ২১ আগস্ট, ২০২৫

প্রত্যাহার হওয়া শিক্ষা সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

প্রত্যাহার হওয়া শিক্ষা সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

শিক্ষার্থীদের দাবির মুখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ারকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। নতুন সচিব এখনো নিয়োগ হয়নি।

ঢাকা : শিক্ষার্থীদের দাবির মুখে শেষ পর্যন্ত সরিয়ে নেওয়া হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ারকে। বুধবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে সচিব পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়টিতে সংযুক্ত করা হয়েছে।

সরকারের একাধিক সূত্র জানিয়েছে, সিদ্দিক জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে শিক্ষাক্ষেত্রে সাম্প্রতিক উত্তেজনা ও আন্দোলনের প্রেক্ষাপটে তাঁকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

গতকাল মঙ্গলবার বিকেলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, “সিদ্দিক জোবায়েরকে সচিবের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।”

এরপর বুধবার দুপুরে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সাংবাদিকদের জানান, “সরকারের ঊর্ধ্বতন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিবের নিয়োগ হয়নি। ফলে সচিব শূন্য অবস্থায় চলতে হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষা বিভাগকে।