Loading...

  • ২০ আগস্ট, ২০২৫

বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা সংকটাপন্ন

বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা সংকটাপন্ন

উত্তরার বিমান দুর্ঘটনায় দগ্ধ ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা সংকটাপন্ন। তাদের অধিকাংশই শিশু। সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ এনে চলছে চিকিৎসা।

ঢাকা : উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন ৪৪ জন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের লাইফ সাপোর্ট পর্যবেক্ষণে রাখা হয়েছে। গুরুতর অবস্থায় আছেন আরও ১৩ জন। বাকিরা মধ্যম পর্যায়ের দগ্ধ রোগী হিসেবে চিকিৎসাধীন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ইনস্টিটিউট চত্বরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।

তিনি জানান, ভর্তি হওয়া ৪৪ জনের মধ্যে ৩৭ জনই শিশু। এদের মধ্যে ১৩ জন ‘সিভিয়ার’ ক্যাটাগরিতে এবং ২৩ জন ‘ইন্টারমিডিয়েট’ পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন। সংকটাপন্নদের জন্য গঠিত হয়েছে বিশেষ মেডিকেল টিম।

অধ্যাপক নাসির উদ্দিন আরও বলেন, “প্রতি ঘণ্টায় রোগীদের অবস্থা রিভিউ করা হচ্ছে। অবস্থার উন্নতি-অবনতি অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তন করা হচ্ছে।”

তিনি জানান, গুরুতর দগ্ধদের চিকিৎসা ব্যবস্থাপনায় সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা এসেছেন। তার নেতৃত্বে ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি, অ্যানেসথেসিয়া, ইনফেকশন কন্ট্রোলসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা যৌথভাবে চিকিৎসা দিচ্ছেন।

সংকটাপন্ন শিশুদের প্রাণ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসকরা। ইনস্টিটিউটজুড়ে দগ্ধ স্বজনদের কান্না আর প্রার্থনায় যেন নিস্তব্ধ হয়ে আছে পুরো হাসপাতাল এলাকা।