Loading...

  • ২১ মে, ২০২৫

গণপরিবহনে নারীদের সুরক্ষায় ‘হেল্প’ অ্যাপ চালু

গণপরিবহনে নারীদের সুরক্ষায় ‘হেল্প’ অ্যাপ চালু

ঢাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালু হলো 'হেল্প' অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নারীরা গণপরিবহনে ঘটে যাওয়া যেকোনো হয়রানি বা যৌন নিপীড়নের ঘটনা তৎক্ষণাৎ জানাতে পারবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারবেন।

ঢাকা: রাজধানী ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালু হলো 'হেল্প' অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নারীরা চলন্ত বাস বা যেকোনো গণপরিবহনে তাদের সঙ্গে ঘটতে থাকা যেকোনো হয়রানি বা যৌন নিপীড়নের ঘটনা তৎক্ষণাৎ জানাতে পারবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারবেন। পাশাপাশি, নারীরা অভিযোগও করতে পারবেন।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই অ্যাপটি চালু করেছে, যার পূর্ণ নাম ‘হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প)’।

আজ শনিবার রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

এসময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, "নারী নিপীড়নের অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা প্রকাশ করতে চান না, কিন্তু এই নতুন পরিষেবা একটি সুন্দর উদ্যোগ। এখন থেকে এই অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগগুলোকে এফআইআর হিসেবে গ্রহণ করা হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, "সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের যেসব ঘটনা উঠে আসছে, তা খুবই উদ্বেগজনক। একজন নারী ধর্ষণের শিকার হলে তিনি একা নন, পুরো সমাজ-রাষ্ট্রও ধর্ষিত হয়। এই সমস্যা প্রতিরোধে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"

ফওজিয়া মোসলেম আরো বলেন, "নারীর প্রতি সহিংসতা রোধে কমিউনিটি পর্যায় থেকে চাহিদা সৃষ্টি করতে হবে।"

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক তার বক্তব্যে বলেন, "নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিজেসি ভবিষ্যতেও কাজ করবে।"

প্রথমে পাইলট প্রকল্প হিসেবে ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে এই সেবা চালু হবে, তবে নারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে এই সেবা নিতে পারবেন।