Loading...

  • ২১ আগস্ট, ২০২৫

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যবেক্ষণের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ ও দুটি মহড়া চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. আবদুল হাই স্বাক্ষরিত চিঠিটি এরই মধ্যে ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যবেক্ষণের জন্য কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন ও মনিটরিংয়ের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের কথাও বলা হয়েছে।

৩১ ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষের নির্দেশ
সভায় ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

দুই দফা মহড়া ও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতির দিকে না যায়—এ লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর দুই দফা মহড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সংস্থার ওপর বিদ্বেষমূলক প্রচারণা ঠেকাতে সতর্কতা ও গোয়েন্দা নজরদারি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির প্রতিক্রিয়া
এ বিষয়ে ইসির সচিব আখতার আহমেদ বলেছেন, ‘এখনই কিছু বলা সম্ভব নয়। বিষয়টি কমিশনের সিদ্ধান্তসাপেক্ষ।’