Loading...

  • ২১ মে, ২০২৫

৪৩ বিসিএসের গেজেট-বঞ্চিতদের পদযাত্রায় পুলিশের বাধা

৪৩ বিসিএসের গেজেট-বঞ্চিতদের পদযাত্রায় পুলিশের বাধা

৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন অফিসার ঈদের আগেই গেজেটভুক্তি নিশ্চিতকরণের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছেন। পুলিশের বাধায় পদযাত্রা থামানো হলেও পাঁচজন প্রতিনিধি মন্ত্রণালয়ে পাঠানো হয়।

ঢাকা: ৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন অফিসার ঈদের আগেই গেজেটভুক্তি নিশ্চিতকরণের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছেন। তবে পুলিশ তাদের পদযাত্রায় বাধা দেয় এবং থামিয়ে দেয়। পরে আন্দোলনকারীরা পাঁচজন প্রতিনিধি মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন।

আজ বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই পদযাত্রা শুরু হয়। তাদের পদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মোড়ে এসে পুলিশ বাধার সম্মুখীন হয়। এরপর আন্দোলনকারীরা কার্জন হলের মোড়েই অবস্থান নেন এবং পাঁচজন প্রতিনিধিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠান। প্রতিনিধিরা হলেন—শাহ মো. মোয়াজ্জেম, আরমান হোসেন, ফারিয়া ইসলাম, রিমা ইসলাম ও কাঞ্জিলাল রয় জীবন।

প্রতিনিধিরা স্মারকলিপি প্রদান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। স্মারকলিপিতে গেজেটবঞ্চিত ২২৭ জন অফিসারের দুর্ভোগ তুলে ধরে ঈদের আগেই তাদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আন্দোলনকারীদের একজন মো. হামিদুর রহমান নয়ন বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা শুরু করি, কিন্তু পুলিশ আমাদের থামিয়ে দিয়েছে। তবে কোনো সংঘর্ষ হয়নি। আলোচনার মাধ্যমে পাঁচজন প্রতিনিধি পাঠানো হয়েছে।" তিনি আরও জানান, "বিগত বছরের শুরুতে সিনিয়র সচিব আমাদের দু-তিন দিনের মধ্যে গেজেটভুক্তির আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আড়াই মাসে কোনো ফল পাইনি। গতকাল মানববন্ধনেও কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি। তাই স্মারকলিপি দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে পদযাত্রা শুরু করেছি।"

বিসিএস খাদ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত খাইরুল আলম জানান, "পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। আমরা পাঁচজন প্রতিনিধি পাঠিয়েছি এবং তাদের সঙ্গে কী আলোচনা হবে, তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেব।"

উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর, পরে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হলে দ্বিতীয় গেজেট থেকে ২২৭ জন বাদ পড়েন।