Loading...

  • ২১ আগস্ট, ২০২৫

‘অতি দ্রুত নির্বাচনই উত্তরণের একমাত্র পথ’ :মির্জা ফখরুল

‘অতি দ্রুত নির্বাচনই উত্তরণের একমাত্র পথ’ :মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচন ও রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা অপরিহার্য। তিনি অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা সংকট এবং শিক্ষার্থী আন্দোলনে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন।

ঢাকা : চলমান রাজনৈতিক অস্থিরতা থেকে উত্তরণে ‘অতি দ্রুত নির্বাচনই’ একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষায়, ‘দ্রুত রাজনৈতিক সরকার গঠন না হলে সমস্যা আরও বাড়বে।’

বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা আলোচনায় অংশ নিয়েছি। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার কথা আবার জানিয়েছি। একই সঙ্গে দ্রুত নির্বাচনের জন্য তাঁকে আহ্বান জানিয়েছি।’

তিনি জানান, প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে দ্রুত ও স্পষ্ট ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি।

‘আমরা বলেছি, অস্পষ্টতা যেন না থাকে। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, ব্যবস্থা নেবেন। আমরা চাই রাজনৈতিক সরকার ফিরে আসুক।’
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে ফখরুল বলেন,‘সংকট দেখা দিলে আমাদের ডাকা হয়, আমরা যাই। তবে ঘন ঘন মতবিনিময় হলে অনেক সমস্যা এড়ানো যেত।’
উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনা ও শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ঘটনা প্রশাসনিক ব্যর্থতা ও আইনশৃঙ্খলার অবনতির বহিঃপ্রকাশ। সচিবালয়ে যাঁরা ঢুকেছিলেন, তাদের মধ্যে ফ্যাসিস্টদের লোকজনও ছিল বলে আমাদের বিশ্বাস।’
সম্প্রতি গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি ষড়যন্ত্র। উদ্দেশ্য হতে পারে নির্বাচন বানচাল করা। তবে জনগণ এসব চক্রান্ত সফল হতে দেবে না।’
সরকারের পদক্ষেপ প্রসঙ্গে ফখরুল বলেন, ‘অনভিজ্ঞ লোকজন বেশি থাকায় সিদ্ধান্ত গ্রহণে ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্নদের সঙ্গে পরামর্শ করলে পরিস্থিতি আরও ভালোভাবে মোকাবিলা করা যেত।’