• ২১ মে, ২০২৫

এনামুল হত্যার বিচার দাবি পরিবারের

এনামুল হত্যার বিচার দাবি পরিবারের

গাজীপুরে প্রবাসী এনামুল হক হত্যার বিচার দাবি করেছেন তার বোন পারভীন আক্তার। তিনি অভিযোগ করেছেন, হত্যাকাণ্ডের আসামিরা এখনো এলাকায় freely ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে।

গাজীপুর: প্রবাসী এনামুল হক হত্যার বিচারদাবী করেছেন তার বোন পারভীনআক্তার। তার অভিযোগ, হত্যাকাণ্ডেরআসামিরা এখনও এলাকায় freely ঘুরেবেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে।

মঙ্গলবার ( ফেব্রুয়ারি) গাজীপুরপ্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনেপারভীন আক্তার এই দাবী জানান।

সংবাদ সম্মেলনে পারভীন বলেন, এনামুল প্রায় ১৭ বছর বিদেশেথাকার পর ছয় মাসআগে দেশে ফেরেন। ১৩জানুয়ারি সকালে কৃষিকাজের জন্য তিনি তারবোনের স্বামীর বাড়ি ধলিসুতায় যান।কাজ শেষে বাড়ি ফিরেযাওয়ার পথে চাঁদপুর ইউনিয়নস্বাস্থ্য কেন্দ্রের পাশ দিয়ে যাওয়ারসময় কিছু লোককে স্বাস্থ্যকেন্দ্রে দৌড়ে ঢুকতে দেখে।কৌতূহলবশত এনামুল ঘটনাটি ভিডিও করেন, আর তখন ১৫-১৬ জন অজ্ঞাতনামাব্যক্তি তার ওপর আক্রমণকরে। তারা এনামুলকে মারধরকরে মোবাইল ফোন টাকাছিনিয়ে নেয়।

এনামুলকে আহত অবস্থায় গাজীপুরশহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজহাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও১৫ জানুয়ারি তার শারীরিক অবস্থারঅবনতি ঘটলে তাকে পুনরায়হাসপাতালে ভর্তি করা হয়, এবংসেখানে রাতে তার মৃত্যুহয়।

হামলাকারীদের মধ্যে রয়েছেচাঁদপুর গ্রামের সোলাইমানের ছেলে তারেক, তিলশুনিয়ারআব্দুল আজিজের ছেলে রবিন, ভাকোয়াদিরআজিজুল এর ছেলে রিপন, বকুল, কোটবাজালিয়ার সামসুদ্দিন খানের ছেলে মো. সিফাতুল্লাহএবং বড়পুশিয়ার মনির হোসেনের ছেলেসাকিব।

পারভীন আক্তার অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পরও অভিযুক্তরা এলাকায়প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবংরাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে।

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.