• ২২ জানুয়ারী, ২০২৫

ঢাকাবাসীকে নিরাপদ রাখার প্রতিজ্ঞা পুলিশের

ঢাকাবাসীকে নিরাপদ রাখার প্রতিজ্ঞা পুলিশের

আমরা যেকোনাে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। ভালো পুলিশ অফিসার হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নেই। মানুষকে উত্তম সেবাদান ভালো পুলিশ অফিসারের পক্ষেই সম্ভব।

ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই।

শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আমরা যেকোনাে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। ভালো পুলিশ অফিসার হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নেই। মানুষকে উত্তম সেবাদান ভালো পুলিশ অফিসারের পক্ষেই সম্ভব।

কমিশনার বলেন, জনগণ আমাদের শত্রু নয়, আমরা জনগণের বিরুদ্ধে যেতে চাই না। আমরা এদেশের মানুষকে নিয়ে একত্রে মিলেমিশে কাজ করতে চাই।

তিনি বলেন, সরকারের সবচেয়ে দৃশ্যমান আইন প্রয়োগকারী সংস্থা  বাংলাদেশ পুলিশকে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিলো।

ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীকে সর্বোচ্চ নিরাপদে রাখার জন্য টিম ডিএমপি’র সকল সদস্য কাজ করে যাচ্ছে। ডিএমপি’র সকল সদস্যকে আরো আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সকলকে একটি টিম হিসেবে কাজ করতে হবে। টিমের যিনি নেতা হবেন তার সঙ্গে ওই টিমের সকল সদস্যের একটি আত্মিক সম্পর্ক তৈরি করতে হবে। যেকোনো প্রয়োজনে একজন সদস্য আরেকজনের পাশে দাঁড়াবে। 
শ.হা/২৩-১১-২০২৪ ইং

ঢাকা বাংলা রিপোর্ট

Alice felt a very short time the Queen never left off staring at the Mouse's tail; 'but why do you.