• ২১ মে, ২০২৫

জবাবদিহিতা না থাকায় গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার : রিজভী

জবাবদিহিতা না থাকায় গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার : রিজভী

বিএনপি নেতা রুহুল কবির রিজভী সরকারকে গ্যাসের দাম বাড়ানোর জন্য জবাবদিহিতার অভাব দায়ী করে মন্তব্য করেছেন। তিনি বলেন, গরিব জনগণের ওপর চাপ তৈরি করা হচ্ছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার জবাবদিহিতার অভাবে গ্যাসের দাম বাড়াচ্ছে।

তিনি বলেন, "যদি এই সরকারেরজবাবদিহিতা থাকত, তাহলে ১২ কেজি গ্যাসসিলিন্ডারের দাম ১৯ টাকাবাড়ানোর মতো ঘটনা ঘটতনা। যারা সীমিত আয়েরমানুষ, নিম্নআয়ের সিএনজি চালক, রিকশাচালক, দিনমজুরদের ওপর ভয়ংকর চাপপড়বে। ১৯ টাকা বাড়ানোএকেবারে অযৌক্তিক এবং গণবিরোধী। নির্বাচিতসরকার থাকলে এমন পরিস্থিতি তৈরিহতো না।"

মঙ্গলবার ( ফেব্রুয়ারি) দুপুরেমানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিতআহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউররহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি সাংবাদিকদেরসঙ্গে কথা বলেন।

রিজভী আরও বলেন, "আমরাএকটি গণতান্ত্রিক দল, অন্তর্বর্তীকালীন সরকারকেসমর্থন করি, কিন্তু সরকারকেমনে রাখতে হবে, তাদের সিদ্ধান্তযেন গণবিরোধী না হয়, যেনগরিব মানুষের ওপর বিপজ্জনক সিদ্ধান্তনা আসে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরদাম প্রতিদিন বাড়ছে, চালের দাম কমাতে পারেননি, তার মধ্যে যদি গ্যাসের দামবাড়ানো হয়, তাহলে এটামরার ওপর খাঁড়ার ঘাছাড়া কিছুই নয়।"

তিনি বলেন, "শেখ হাসিনা দেশেরজনগণের ক্ষমতা কেড়ে নিয়েছিলেন, সেই ক্ষমতা জনগণেরকাছে ফিরিয়ে দিতে হবে। এইদেশে কে সরকার গঠনকরবে, সেটা দেশের জনগণইনির্ধারণ করবে, কিন্তু শেখ হাসিনা সেটাকরতে দেননি। ছাত্র-জনতার রক্তে ভিজে গণআন্দোলনে শেখহাসিনা দেশ থেকে পালিয়েগেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠারপরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশ সুরক্ষিতকরার জন্য অন্তর্বর্তীকালীন সরকারেরঅনেক কিছু করার রয়েছে।"

তিনি আরও বলেন, "দেশেরজনগণ গত ১৬-১৭বছর ধরে ভোট দিতেপারেনি। জনগণের চাওয়া অন্তর্বর্তীকালীন সরকার সেই পরিবেশ তৈরিকরবে, যাতে জনগণ ভোটকেন্দ্রেগিয়ে ভোট দিতে পারে।"

রিজভী আরও বলেন, "সংস্কারেরনামে জনগণের চোখে ধোঁয়াশা সৃষ্টিকরা যাবে না। বিএনপিরপক্ষ থেকে বারবার বলাহচ্ছে, যদি সংস্কার করেন, তবে করুন, কিন্তু সংস্কারের নামে গণতন্ত্রকে শক্তিশালীকরার জন্য যে কাজগুলোরয়েছে, তার মধ্যে সবচেয়েবড় কথা হচ্ছে, গণতন্ত্রমানে জনগণের ক্ষমতা। সেই ক্ষমতা ফিরিয়েদেওয়ার ব্যবস্থা করতে হবে এবংএজন্য নির্বাচনের তারিখ ঠিক করতে হবে।"

তিনি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। কে সংগঠনতৈরি করবে, কে দল তৈরিকরবে, সেই দায়িত্ব ব্যক্তির, প্রধান উপদেষ্টার নয়। নির্বাচনের ব্যবস্থানির্দিষ্ট সময়ে করতে হবে, নাহলে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হবে, এবংসংশয় উঠবে যে শেখহাসিনার কোনো প্রেতাত্মা আবারফিরে আসবে কিনা।"

রিজভী বলেন, "আজ গণতান্ত্রিক সরকারনা থাকায় বিনিয়োগ হচ্ছে না। কেউ বিনিয়োগকরতে সাহস পাচ্ছে না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার একটি সাময়িক সরকার।মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই অনিশ্চয়তা দূরকরার জন্য একটি রাজনৈতিকসরকার প্রয়োজন, যেটি জনগণের ক্ষমতাফিরিয়ে দেবে এবং জনগণেরইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবে।"

তিনি বলেন, "আমাদের অর্থনীতির সংকট, বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা, এবং জাতীয় রিজার্ভের কমে যাওয়াএসবসমস্যা সমাধান করতে হলে অবশ্যইআমাদের নির্বাচিত সরকারের পথেই চলতে হবে।"

এসময় আরও উপস্থিত ছিলেনমানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতাঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুলঅর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমনএস  জিন্নাহ কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.