• ২০ আগস্ট, ২০২৫

ডেঙ্গুর ছোবল থামছেই না, ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

ডেঙ্গুর ছোবল থামছেই না, ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ৬৯ জনের।

ঢাকা : ডেঙ্গুর করালগ্রাসে দেশে আবারও প্রাণ হারালেন ৪ জন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৯ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম মঙ্গলবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানায়, ডেঙ্গুতে মৃতদের মধ্যে তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং অপরজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল (সিটি এলাকার বাইরে) বিভাগে সর্বোচ্চ ৮৯ জন রোগী ভর্তি হয়েছেন। এরপর চট্টগ্রামে ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি এলাকার বাইরে) ৫৯ জন, ঢাকা দক্ষিণে ৬১ জন এবং উত্তরে ২৯ জন, রাজশাহীতে ৩০ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুর বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩১ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৯৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৩ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৫ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৪১ দশমিক ৩ শতাংশ নারী। মৃত্যু হয়েছে মোট ৬৯ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের, আর আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন।
অন্যদিকে, ২০২৩ সালে এই মরণব্যাধিতে প্রাণ হারিয়েছিলেন রেকর্ডসংখ্যক ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে মশার প্রজনন বাড়ায় ডেঙ্গু সংক্রমণও বেড়ে যায়। তাই সবাইকে সচেতন থাকার পাশাপাশি নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন তারা।

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.