• ০৫ জুলাই, ২০২৫

বিএনপি নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

বিএনপি নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

বিএনপি নেতা শওকত আলী দিদারের হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম কালু মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। দিদারের হত্যা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক শওকত আলী দিদারেরহত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুলকালাম কালু মৃধাকে গ্রেফতারকরেছে পুলিশ। তিনি গোপালগঞ্জ কাশিয়ানীউপজেলা আওয়ামী লীগ সদস্য এবংসাবেক কৃষক লীগের সাধারণসম্পাদক ছিলেন।

মঙ্গলবার দুপুরে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিনখান তথ্য নিশ্চিতকরেছেন।

তিনি জানান, সোমবার ( ফেব্রুয়ারি) সন্ধ্যায়কাশিয়ানী উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকাথেকে তাকে গ্রেফতার করাহয়। দিদারের হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করাহয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজিরকরা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএমজিলানীর স্ত্রী, সন্তান দলীয় নেতাকর্মীদেরনিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়ি যাচ্ছিলেন।সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। সময়স্বেচ্ছাসেবক দল নেতা শওকতআলী দিদারকে পিটিয়ে হত্যা করা হয় এবংমহাসড়কের পাশে তার মরদেহফেলে রাখা হয়।

ওই বছরের ১৭ সেপ্টেম্বর নিহতদিদারের স্ত্রী রাবেয়া রহমান গোপালগঞ্জ সদর থানায় একটিহত্যা মামলা দায়ের করেন, যেখানে ১১৭ জনের নামউল্লেখ করে এবং ১৫০০জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.