• ২০ আগস্ট, ২০২৫

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শেষ মুহূর্তের আপত্তি দাখিলের সুযোগ

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শেষ মুহূর্তের আপত্তি দাখিলের সুযোগ

বাংলাদেশের ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দাবি-আপত্তি জানানোর শেষ সময় ১০ আগস্ট। গাজীপুরে আসন বৃদ্ধি, বাগেরহাটে আসন হ্রাসসহ ৩৯টি আসনে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন।

ঢাকা :  সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তি জানানোর শেষ সময় রোববার (১০ আগস্ট) বিকেল পাঁচটা। নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি না জানালে খসড়ার ওপর ভিত্তি করেই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, গত ৩০ জুলাই ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়। এতে ভোটার সংখ্যা সমতা আনার লক্ষ্যে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়েছে, বিপরীতে বাগেরহাটে আসন ৪টি থেকে কমিয়ে ৩টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া পঞ্চগড় ১ ও ২, রংপুর ৩, সিরাজগঞ্জ ১ ও ২, সাতক্ষীরা ৩ ও ৪, শরীয়তপুর ২ ও ৩, ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫, সিলেট ১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩, কুমিল্লা ১, ২, ১০ ও ১১, নোয়াখালী ১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসনে পরিবর্তন আনা হয়েছে।

বাগেরহাটে আগে ৪টি আসন ছিল—বাগেরহাট-১ (মোল্লারহাট-ফকিরহাট-চিতলমারি), বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা), বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা)। নতুন প্রস্তাবে বাগেরহাট-১ অপরিবর্তিত থাকছে, তবে বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল মিলে বাগেরহাট-২ এবং মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা মিলে বাগেরহাট-৩ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৬৪ জেলার গড় ভোটার সংখ্যা ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০। এ মানদণ্ডে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি কমানো যৌক্তিক হয়েছে। তাঁর ভাষায়, “এতে দুই জেলার আসনসংখ্যা সমতা পাবে, আর কোথাও বড় কোনো জটিলতা নেই। শুধু ৩৯টি আসনে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হয়েছে।”

ইসির নির্দেশনায় বলা হয়েছে, কোনো সংক্ষুব্ধ বা স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি লিখিতভাবে দাবি, আপত্তি, সুপারিশ বা মতামত পেশ করতে পারবেন। এ জন্য ৫ কপি আবেদন দাখিল করতে হবে এবং নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.