• ২১ মে, ২০২৫

সরকারি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা

সরকারি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা

সরকারি কর্মকর্তাদের চাকরির তথ্য হালনাগাদ করার জন্য নতুন নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ না করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হতে পারে এবং পদোন্নতি বা পদায়নে জটিলতা সৃষ্টি হতে পারে।

ঢাকা : সরকারি কর্মকর্তাদের চাকরির তথ্য হালনাগাদ করারজন্য নির্দেশনা দেওয়া হলেও অনেকেই প্রয়োজনীয়তথ্য হালনাগাদ না করার ফলেকর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রেসমস্যা সৃষ্টি হচ্ছে। যদি কেউ তথ্যহালনাগাদ না করেন , তবেতা অসদাচরণ হিসেবে গণ্য হতে পারেএবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে একথা বলা হয়।

আদেশে বলা হয়েছে , “জনপ্রশাসনমন্ত্রণালয় কর্তৃক সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস ) আওতায় সহকারী সচিব থেকে সচিবঅথবা সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদেরচাকরিসংক্রান্ত তথ্য সংরক্ষণ করাহচ্ছে। এরই মধ্যে চাকরিরতথ্য হালনাগাদ করার জন্য নির্দেশনাদেওয়া হলেও অনেকে প্রয়োজনীয়তথ্য হালনাগাদ না করায় পদোন্নতিএবং পদায়নের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে।

এতে আরও বলা হয় , “জিইএমএসের আওতাভুক্ত সব কর্মকর্তাকে সম্প্রতিতোলা ছবি (ছয় মাসেরমধ্যে ), পদায়ন , পদোন্নতি , শিক্ষাগত যোগ্যতা , মোবাইল নম্বর , ইমেইল আইডি সহ অন্যান্যপ্রয়োজনীয় তথ্য হালনাগাদ করারজন্য পুনরায় অনুরোধ করা হচ্ছে।

এছাড়া , “যেসব কর্মকর্তার তথ্যহালনাগাদ পাওয়া যাবে না , তাদেরপদোন্নতি বা পদায়ন সংক্রান্তসিদ্ধান্ত গ্রহণে বিলম্ব অথবা জটিলতার সৃষ্টিহতে পারে। যদি তারা নির্ধারিতসময়ের মধ্যে তথ্য হালনাগাদ নাকরেন , তবে তা অসদাচরণহিসেবে গণ্য হবে এবংসরকারি কর্মচারী (শৃঙ্খলা আপিল ) বিধিমালা , ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.