• ২২ জানুয়ারী, ২০২৫
CLOSE

দিন-দুুপুরে ব্যাংকে ডাকাতদলের হানা

দিন-দুুপুরে ব্যাংকে ডাকাতদলের হানা

"ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় দিন-দুপুরে একদল ডাকাত হানা দেয়। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ডাকাতরা ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের আটকে রেখে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়রা ব্যাংকটি ঘেরাও করে, পরে র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করে।"

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় দিন-দুপুরে একদল ডাকাত হানা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে রূপালী ব্যাংকের চুনকুটিয়া শাখায় একদল ডাকাত ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের আটকে রেখে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় র‍্যাব–পুলিশ ব্যাংকটি ঘিরে রেখেছে। ভেতরে অবস্থান করছে ডাকাতদল। তাদেরকে আত্মসমর্পণ করানোর চেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের ঢাকা জেলার এসপি আহমেদ মুঈদ ঢাকা বাংলাকে বলেন, ডাকাতরা ব্যাংকটিতে প্রবেশ করতেই স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকের বাইরে থেকে গেটে তালাবন্ধ করে দেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়া হলে সেখানে ফোর্স পাঠানো হয়। তিনি বলেন, অস্ত্রধারী এসব ডাকাতকে আত্মসমর্পন করানোর চেষ্টা চলছে। 
প্রত্যক্ষদর্শী এবং ব্যাংকের কর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর দুইটার পর ডাকাতরা ব্যাংকে ঢােকেন। এরপর পাশের মসজিদ থেকে মাইকিং করে ডাকাতির বিষয়টি এলাকাবাসীকে জানিয়ে দেয়া হয়। তাৎক্ষণিক আশপাশের কয়েকশ লোক জড়ো হয় ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। পরে সেনাবাহিনী এবং আইন-শৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নেন।

ঢাকা বাংলা রিপোর্ট

Alice felt a very short time the Queen never left off staring at the Mouse's tail; 'but why do you.