• ২১ মে, ২০২৫

দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান

দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লার লাকসামে এক জনসভায় সাধারণ মানুষের জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। তিনি নির্বাচন ছাড়া দেশের স্থিতিশীলতা সম্ভব নয় বলে মন্তব্য করেন এবং ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন।

কুমিল্লা (২০ ফেব্রুয়ারি): সাধারণ মানুষ সংস্কার বোঝে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সাধারণ মানুষ চায় দুই বেলা দুই মুঠো ভাত, মোটা কাপড় আর মাথায় ছাদ। তাই, সংস্কারের নামে দেশে অরাজকতা সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন এবং দেশের মানুষকে শান্তি দিন।’  

আজ বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই কথা বলেন। লাকসাম উপজেলা, পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।  

নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে 
জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশকে স্থিতিশীল করার জন্য একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। অতএব, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং নির্বাচনী রোডম্যাপ দিন।’ তিনি আরও বলেন, ‘দেশের মানুষের দিকে তাকিয়ে অস্থিতিশীলতার পরিস্থিতি আরও বাড়াবেন না। তাড়াতাড়ি নির্বাচন দিন, নইলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে।’  

অন্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে মির্জা ফখরুল  
অন্য রাজনৈতিক দলগুলোকে মির্জা ফখরুল পরামর্শ দিয়ে বলেন, ‘আপনারা এমন কোনো বক্তব্য দেবেন না, যা জাতিকে বিভ্রান্ত করবে। আমাদের সকল রাজনৈতিক দল থেকে দায়িত্বশীল আচরণ আশা করি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে এবং এক ফ্যাসিবাদী শাসন দেশকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এটা পরিবর্তন হওয়া উচিত।’  

গুম হওয়া বিএনপি নেতাদের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল 
তিনি লাকসামে প্রায় ১১ বছর আগে গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম (হিরু) ও হুমায়ুন কবির (পারভেজ) এর প্রসঙ্গ তুলে বলেন, ‘হিরু ও হুমায়ুন গুম হওয়ার পর তাঁদের সন্তানেরা বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে বাবার খোঁজ পায়নি। এভাবে বিএনপির ৭০০ নেতা-কর্মীকে গুম করা হয়েছে, অথচ তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।’  

একাত্তরকে কটাক্ষ না করতে আহ্বান 
মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেউ কটাক্ষ করবেন না। লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছিল, মা-বোনেরা ইজ্জত দিয়েছিল দেশটির স্বাধীনতা অর্জন করতে। এই অবমাননা কখনো সহ্য করা হবে না।’  

দেশকে ঝুঁকির মধ্যে না ফেলতে অনুরোধ
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি, রাজনীতি ধ্বংস করে ফেলেছে। অনেক বিনিয়োগকারী দেশ থেকে চলে যাচ্ছে, যার প্রভাব অর্থনীতিতে পড়ছে। নির্বাচন বিলম্বিত করে দেশকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।’  

জনসভায় বক্তব্য রাখেন আরও অনেক নেতা  
এদিনের জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আমিন উর রশিদ (ইয়াছিন) সহ অন্যান্য নেতারা।  

এই জনসভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা দ্রুত নির্বাচনের দাবি জানান।
 

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.