• ০৫ জুলাই, ২০২৫

পশ্চিমবঙ্গের মুরিগঙ্গা নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ

পশ্চিমবঙ্গের মুরিগঙ্গা নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ

পশ্চিমবঙ্গের মুরিগঙ্গা নদীতে বাংলাদেশি একটি ছাইবাহী কার্গো জাহাজ বালুচরে ধাক্কা খেয়ে ডুবে গেছে। স্থানীয় জেলেরা নদীতে ছাই ছড়িয়ে পড়ার অভিযোগ করেছেন। তবে, জাহাজের সকল ক্রু সদস্য নিরাপদে আছেন।

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুরিগঙ্গা নদীতে বালুচরে ধাক্কা খেয়ে ছাইবাহী একটি বাংলাদেশি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুরিগঙ্গা নদীতে এই দুর্ঘটনা ঘটে, জানিয়েছে রাজ্য সরকারের একজন কর্মকর্তা। খবর দ্য হিন্দু।
সরকারি ওই কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজটি থেকে ছাই সরিয়ে নেওয়ার পর তা বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে। স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন, জাহাজটি থেকে ছাই নদীতে ছড়িয়ে পড়ছে।
ভারতীয় অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ (আইডব্লিউএআই) জানিয়েছে, বাংলাদেশি জাহাজের সকল ক্রু সদস্য নিরাপদে আছেন। তাদের উদ্ধার করে সাগর থানায় নেওয়া হয়েছে এবং ছাইবাহী কার্গোটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে, যাতে এটি প্রতিবেশী দেশে ফিরে যেতে পারে।
আইডব্লিউএআইয়ের আঞ্চলিক প্রধান জিজে রেড্ডি জানিয়েছেন, গত ১৩ ফেব্রুয়ারি রাতে দুর্ঘটনাটি ঘটে, যখন জাহাজটি ছাই নিয়ে বাংলাদেশে ফিরছিল।
এদিকে, ঘোরামারা দ্বীপের একজন পঞ্চায়েত সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাকবলিত জাহাজের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশি জাহাজটি থেকে মুরিগঙ্গা নদীতে ছাই ফেলা হয়েছে।
জীবিকার জন্য নদীর উপর নির্ভরশীল স্থানীয় জেলেরা এই ঘটনায় নদীতে দূষণের আশঙ্কা প্রকাশ করেছেন।
কলকাতা বন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, সাধারণত মুরিগঙ্গা নদীর ওই চ্যানেলে কোন বন্দরগামী জাহাজ চলাচল করে না, তাই বন্দরের কার্যক্রমে কোনো ঝুঁকি নেই।

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.