• ২১ মে, ২০২৫

মোবাইল ছিনতাইকারীকে ধরে পুলিশে দিলো তরুণী

মোবাইল ছিনতাইকারীকে ধরে পুলিশে দিলো তরুণী

উত্তরায় মোবাইল ছিনতাইয়ের শিকার তরুণী সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি ছিনতাইকারী দুই যুবককে ধাওয়া করে একজনকে ধরে পুলিশে দেয়ার মাধ্যমে অপরাধীদের গ্রেফতার করতে সাহায্য করেছেন। পুলিশ উদ্ধার করেছে ছিনতাই করা মোবাইল ফোনও।

মোবাইল ছিনতাই করে পালিয়ে গিয়েও রেহাই হলোনা দুই ছিনতাইকারীর। তরুণীর সাহসিকতায় ধরা পড়ে যেতে হলো কারাগারে। গ্রেফতাররা হলো তুহিন ও কাকন। রাজধানীর তুরাগ থানা এলাকায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। 

জানা গেছে, উত্তরার খালপাড় এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে ১৮ নম্বর সেক্টরের বাসায় ফিরছিলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাফিসা নাওয়ার মাহি। মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশনের কাছে যেতেই পেছন থেকে দুই যুবক মোটরসাইকেলে এসে তার ভ্যানেটিব্যাগ ও মোবাইল ফোনটি টেনে নিয়ে যায়। নাফিসা নাওয়ার মাহি বলেন, বাসায় যাওয়ার পথে ১৭ নম্বর সেক্টরের বউ বাজারের পাশে ওই দুই তরুণকে দেখতে পাই। এরপর রিকশাচালককে নিয়ে ধাওয়া দিয়ে তাদের একজনকে ধরে ফেলি। অপর যুবক মোবাইলসহ পালিয়ে যায়। পরে লোকজন জড়ো হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করলে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে। তার নাম তুহিন। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সহযোগি কাকন মোবাইলটি নিয়ে পালিয়ে গেছে।

এ ব্যাপারে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহাত খান জানান, রাতেই ওই তরুণী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে অপর ছিনতাইকারী কাকনকে গ্রেফতার করা হয় এবং ছিনতাই করা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.