রাজধানীর ডেমরা বামৈল এলাকায় ব্যাটারির রিকশার ধাক্কায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মো. ইউসুফ হাওলাদার (৬৫)।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে নিপা আক্তার জানান, তার বাবা রাতে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন, তখন একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঢাকা বাংলাকে বলেন, ময়নাতদন্তের জন্য নিহত ইউসুফ হাওলাদারের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
ইউসুফ হাওলাদারের বাড়ি পটুয়াখালীর বাউফলের লক্ষীপাশা গ্রামে। তিনি বর্তমানে কোনাপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।