অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়।
গত বছর বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার কথা জানিয়ে বিগত আওয়ামী লীগ সরকার এর বদলে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করেছিল। এ আইন নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এখন অন্তর্বর্তী সরকার এই আইনটি বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ৩ অক্টোবর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সাইবার নিরাপত্তা আইন শিগগিরই বাতিল হবে।
ড. আসিফ নজরুল বলেন, সাইবার নিরাপত্তা আইন খুব শীঘ্রই বাতিল হবে এবং পর্যায়ক্রমে দেশের সব কালাকানুনও বাতিল করা হবে। ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) আওতাধীন মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তাছাড়া আইন মন্ত্রণালয় গত ৩০ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, সাইবার আইনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তি পাবেন।