• ২২ জানুয়ারী, ২০২৫
CLOSE

বিএনপির শোভাযাত্রায় প্রতীকী সাজে ‘খাঁচায় বন্দি হাসিনা’

বিএনপির শোভাযাত্রায় প্রতীকী সাজে ‘খাঁচায় বন্দি হাসিনা’

শোভাযাত্রায় সবচেয়ে বেশি নজর কাড়ে ছিল একটি খাঁচায় বন্দি শেখ হাসিনার প্রতীকী সাজ। এ খাঁচা ঘিরে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী জমায়েত হন।

ঢাকা: দীর্ঘদিন পর রাজধানীতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোভাযাত্রাটির নেতৃত্ব দেন।

 

এ শোভাযাত্রায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সাজসজ্জা দেখা যায়। কিছু শিশুদেরকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজে এবং অনেক নেতাকর্মীকে জিয়াউর রহমানের সাজে অংশ নিতে দেখা যায়।

 

তবে শোভাযাত্রায় সবচেয়ে বেশি নজর কাড়ে ছিল একটি খাঁচায় বন্দি শেখ হাসিনার প্রতীকী সাজ। এ খাঁচা ঘিরে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী জমায়েত হন। 

 

শোভাযাত্রাটি মৎস্য ভবনের সামনে আসলে সবার চোখে পড়ে ওই খাঁচাটি। খাঁচার মধ্যে এক নারীকে শেখ হাসিনার সাজে, সানগ্লাস পরা, মাথায় শিং এবং মুখে বড় দানবীয় দাঁতসহ দেখতে পাওয়া যায়। তার মুখে প্রতীকী রক্তও ছিল।

 

খাঁচার বাইরে নানা ধরনের উস্কানিমূলক লেখা দেখা যায়, যেমন: ‘আমি ভারতের মোদীর সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিক্রি করি’, ‘আমি সকাল-সন্ধ্যা মিথ্যা কথা বলি’, ‘আমি হেলিকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি’, ‘আমি বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ’ ইত্যাদি।

 

অনেকে খাঁচার সঙ্গে সেলফি তোলেন এবং কিছু নেতাকর্মী ভিডিও ধারণ করেন। পাশ থেকে কিছু নেতাকর্মী বলছিলেন, “হাসিনা ধরা খাইছে,” “খুনি হাসিনার ফাঁসি চাই” ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

ঢাকা বাংলা রিপোর্ট

Alice felt a very short time the Queen never left off staring at the Mouse's tail; 'but why do you.