গাজীপুরের মোগরখাল এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আবারো অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। মাত্র এক ঘণ্টার ব্যবধানে তারা এই অবরোধ করেন।
এই অবস্থায় মহাসড়কে আবারো তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবি, ঢাকায় যাওয়া তাদের প্রতিনিধি দল ফিরে না আসা পর্যন্ত তারা অবরোধ অব্যাহত রাখবেন।
এর আগে, সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় ৫৩ ঘণ্টা পর শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া এবং সেনাবাহিনীসহ পুলিশ একটি দল শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে কলম্বিয়া গার্মেন্টস এলাকায় যান। সেখানে আলোচনা শেষে, শ্রমিকদের একটি প্রতিনিধি দল ঢাকায় যাত্রা করে। যাতে বেতন সংক্রান্ত সমস্যা সমাধান হয়।
পরে সেনাবাহিনী ও পুলিশের অনুরোধে কিছু শ্রমিক মহাসড়ক থেকে সরে যান, তবে কিছু শ্রমিক অবরোধ চালিয়ে যেতে সম্মত হন। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী ধাওয়া করলে তারা মহাসড়ক ছেড়ে চলে যান এবং যানবাহন চলাচল শুরু হয়।
তবে সেনাবাহিনী চলে যাওয়ার পর, বিকেল ৩:৩০টার দিকে আবারও একই স্থানে শ্রমিকরা অবরোধ শুরু করেন। ফলে, মহাসড়কের উভয় পাশে নতুন করে যানজট সৃষ্টি হয়।
শ্রমিকরা তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন, এবং থানা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ তাদের সরাতে চেষ্টা করলেও তারা মহাসড়ক ছেড়ে যেতে রাজি নন।