ড. মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর, বুধবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেন। এদিন সকাল ১১টায় তিনি সচিবালয়ে পৌঁছান এবং পরে সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। তার সচিবালয়ে আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সচিবালয় এলাকায় চারপাশে কড়া নিরাপত্তা নেয়া হয়।
সচিবালয়ের অন্যান্য ভবন এবং অভ্যন্তরীণ রাস্তা আগে থেকেই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। বুধবার সকাল থেকে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। কর্মকর্তা-কর্মচারীরা যেসব পাস ব্যবহার করে দর্শনার্থীদের প্রবেশ করাতে পারেন, সেগুলো বন্ধ রাখা হয়। তবে প্রধান উপদেষ্টা সচিবালয় ত্যাগ করার পর পাসগুলি পুনরায় চালু করা হয়।
সচিবালয়ের এক নম্বর ভবনের চতুর্থ তলায় মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হতো। ২০১৭ সালে এক নম্বর ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, যার পর ২০ তলা বিশিষ্ট ছয় নম্বর ভবনের ১৩ তলায় নতুন কক্ষ তৈরি করা হয়।
বনানী এফআর টাওয়ারে ২০১৯ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর, ছয় নম্বর ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে মন্ত্রিসভার বৈঠক সাধারণত প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।
ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা পরিষদের বৈঠক অতিথি ভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে করে আসছিলেন। তবে, বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উপদেষ্টাদের সভা শেষে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি বলেন, আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এমনভাবে গঠন করা উচিত নয় যেখানে শুধুমাত্র পরীক্ষার নম্বরের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আমাদের সবার কাছে এটি উপলব্ধি করা জরুরি যে, পরীক্ষার নম্বরই যেন সবকিছু না হয়ে দাঁড়ায়।
প্রধান উপদেষ্টা বলেন, দেশে উদ্যোক্তাদের একটি শক্তিশালী প্রজন্ম তৈরি করতে হলে শিক্ষাব্যবস্থায় এমন পরিবর্তন আনা উচিত, যা সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটায়। তিনি উল্লেখ করেন, মানুষ প্রকৃতপক্ষে জন্মগতভাবে উদ্যোক্তা হতে পারে, তবে আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, যা একটি ত্রুটিপূর্ণ পদ্ধতি। শিক্ষাব্যবস্থার সংস্কারে তিনি জোর দিয়ে বলেন, এটি এমনভাবে তৈরি হওয়া উচিত, যাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়।
অধ্যাপক ইউনূস বলেন, আমাদের প্রয়োজন এমন একটি শিক্ষাব্যবস্থা যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে। আমাদের তরুণদের মধ্যে থাকা সৃজনশীলতার সম্ভাবনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি তরুণদের ভাষা, তাদের আকাঙ্ক্ষা এবং চিন্তাধারা বোঝার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন, এবং বাংলাদেশে জেনারেশন গ্যাপ কমানোর জন্য আহ্বান জানান।
এছাড়া, তিনি আরও বলেন, "প্রবীণ প্রজন্মকে তাদের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে শেয়ার করার উপযুক্ত উপায় খুঁজে বের করা উচিত।" জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করারও তিনি আহ্বান জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েদ উপস্থিত ছিলেন।