Loading...

  • ০৫ জুলাই, ২০২৫

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ

পিএসসি সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চাকরিপ্রত্যাশীদের অবরোধে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জের পর আন্দোলনকারীদের অবস্থান রাজু ভাস্কর্যে। প্রশ্নফাঁস, ফলাফল ও নম্বর প্রকাশের দাবি।

ঢাকা : রাজধানীর শাহবাগ মোড়ে পিএসসি (সরকারি কর্ম কমিশন) সংস্কারের দাবিতে অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে এ কর্মসূচি চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়।

‘ছাত্র সমাবেশ’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তাঁরা। এতে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার চাই, পিএসসি চাই’, ‘ইন্টেরিম না, রাজপথ’ ইত্যাদি স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

আন্দোলনকারীদের অভিযোগ, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ থাকা সত্ত্বেও সরকার ও পিএসসি কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তারা ফলাফলের পাশাপাশি প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পূর্ণাঙ্গ নম্বর প্রকাশেরও দাবি জানান।

বুয়েটের সাবেক শিক্ষার্থী সালেহিন বলেন, ‘বহুদিন ধরেই আমরা পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছি। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা সরকার ও কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় অবস্থান করছিলেন এবং তাদের কর্মসূচি চলমান ছিল।