• ২০ মে, ২০২৫

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ১৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১২।

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জন ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন এলাকা ছাড়া) দুইজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন এলাকা ছাড়া) সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশন এলাকা ছাড়া) চারজন রয়েছেন।

এছাড়া, ২৪ ঘণ্টায় ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত এক হাজার ২৩৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র লাভ করেছেন।

২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ৩৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১.৮ শতাংশ পুরুষ এবং ৩৮.২ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে, ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন, এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। এক বছর আগে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এক হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
 

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.