• ০৫ জুলাই, ২০২৫

ঢাকায় সাবেক এমপিসহ আ’লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

ঢাকায় সাবেক এমপিসহ আ’লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

ঢাকায় সাবেক এমপি সানোয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত ছিল। ভাটারা ও বাড্ডা থানায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। একই সময়ে, ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবির মধ্যে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে নয়াদিল্লিতে, যেখানে বাংলাদেশের কড়া অবস্থান নিয়ে আলোচনা হবে।

ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার হামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি সানোয়ার হোসেনসহ(৫৪) তিন নেতাকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। অন্যদিকে পৃথক অভিযানে বাড্ডা থানা পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহিম আনছারি অপূর্বকে (২৪) গ্রেফতার করেছে। শনিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে রোববার দুপুরে জানিয়েছেন, ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি জানান, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রোববার ভোররাত ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি সানোয়ার হোসেনসহ(৫৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালীকে (৫৮) গ্রেফতার করা হয়। ভাটারা থানার বরাত দিয়ে ডিসি তালেবুর  বলেন, গত ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার ওপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা করেন। গ্রেফতার সালাউদ্দিন সালেক সেই মামলায় এজাহারনামীয় ও সাবকে এমপি ছানোয়ার হোসেন ও আবু মুসা আনসারী মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি। তিনি আরও বলেন, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছানোয়ার হোসেন, আবু মুসা আনসারীকে ও ছুলমাইদ এলাকা থেকে সালাউদ্দিন সালেককে গ্রেফতার করা হয়। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে বাড্ডা থানা পুলিশের একটি দল শনিবার রাত ১১টার পর অভিযান চালিয়ে গ্রেফতার করে নিষিদ্ধ ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অপুর্বকে। 

গত ১৯ জুলাই বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি সরণির রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ইসমত জাহান ইলোরা বাদী হয়ে গত ২৮ জুলাই বাড্ডা থানায় একটি মামলা করেন। গ্রেফতার অপূর্ব ওই মামলার আসামি।

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.